হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে নকল করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ:) বলেছেন:
مَنْ تَوَلّی أمْراً مِن اُمُورِ النّاسِ فَعَدَلَ وَ فَتَحَ بابَهُ وَ رَفَعَ شَرَّهُ وَ نَظَرَ فی اُمُورِ النّاسِ کانَ حَقّاً عَلَی اللّهِ عَزَّوَجَلَّ أَن یُؤَمِّنَ رَوْعَتَهُ یَومَ القِیامَةِ وَ یُدْخِلَهُ الجَنَّهًَْ۔
যে ব্যক্তি জনগণের বিষয়ের লাগাম নিজের হাতে নেয় এবং ন্যায় ও ন্যায্যতার সাথে কাজ করে আর মানুষের জন্য নিজের ঘরের দরজা খোলা রাখে আর এর অনিষ্ট থেকে মানুষ রক্ষায় থাকে আর যদি সে মানুষের বিষয়গুলো পূর্ণ করে তবে সর্বশক্তিমান আল্লাহ তাকে কিয়ামতের দিন (সকল প্রকার) ভয় ও আতঙ্ক থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(বিহারুল-আনওয়ার, খণ্ড ৭৫, পৃ. ৩৪০)
আপনার কমেন্ট